ঝিনাইদহ র্যাবের অভিযান/পিকআপভর্তি মাদক উদ্ধার
বসির আহাম্মেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা হতে দর্শনা রোডে মাদকসহ একটি পিকআপ যোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য গমনাগমন করবে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার নিমিত্তে সোমবার সকাল ০৬:৫৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কেদারগঞ্জ গ্রামস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট এম.এল.টি. সাইট কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা টু দর্শনাগামী পাঁকা সড়কের সামনে চেক পোষ্টের মাধ্যমে সন্ধেহজনক পিকআপের উপর অভিযান পরিচালনা করে আসামী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কুটুরী এলাকার মোঃ চুন্নু মিয়ার পুত্র মো: ফয়সাল(২৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের মৃত জনাব মন্ডলের পুত্র মোছা: বিথী বেগম ওরফে জাহানারা(৩৩) এবং চুয়াডাঙ্গা জেলার দামিরহুদা থানার মসলিসপুর গ্রামের লোকমান হোসেনের পুত্র মো: সাগর আলী(১৮)কে গ্রেফতার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৬’শ ৫০ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড, ০১টি পিকআপ এবং নগদ-৪১ হাজার ৫’শ ৩০ টাকাসহ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়।