হরিণাকুণ্ডু বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৩৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ।
প্রধান শিক্ষিকা নাজমা সানাওয়াত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি )সেলিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক ,সহকারী শিক্ষা অফিসার হাদিউজ্জামান,সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা তার বক্তব্যে ছাত্রীদের উদ্দেশ্যে অনেক দিকনির্দেশনা মূলক কথা বলেন।আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত,নৃত্য ও কবিতা আবৃত্তি করে অতিথি সহ দর্শকদের মন মাতায়।