ঝিনাইদহে ইফার উদ্যোগে স্বাধীনতার গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল
বসির আহাম্মেদ, ঝিনাইদহের চোখ-
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে নিজস্ব মিলনায়তনে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আমির হোসেন মালিতা, ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব ও ঝিনাইদহ জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহামদুল্লাহ।
অতিথিবৃন্দ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন আর এই ডাকেই বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।দীর্ঘ ৯ মাস সংগ্রামের মাধ্যমে বিজয় নিশ্চিত করেন ।এই যুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়। যেসকল বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা কখনো জীবনের মায়া করেননি।তারা জীবিত হয়ে বেঁচে আসবেন এটাও কখনো চিন্তা করেননি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে যে সকল মুক্তিযোদ্ধারা জীবিত অবস্থায় ফিরে এসেছেন তারা আজ বাঙ্গালী জাতীর অহংকার।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহামদুল্লাহ।
এছাড়াও বাদ জোহর ঝিনাইদহ জেলার সকল মসজিদসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার ও সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।