ঝিনাইদহে শব্দদূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন পরিবেশ অধিদফতরের সহযোগীতায় ইকিউএমএস ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
সভাপতিত্ব করেন ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ তালাত তাসনিম, ট্রাফিক বিভাগের ইনচার্জ সালাউদ্দিন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক,সমাজকর্মী,যুব সংগঠন,মসজিদের ইমামসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মাঠ পরিদর্শক স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রভাষক আব্দুল্লাহ আল নাঈম।
সেসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশ্যে বক্তারা বলেন শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই শব্দদূষণ সহনীয় পর্যায় নেমে আসা সম্ভব।