দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কালীগঞ্জে অভিযান ও জরিমানা
মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর থেকে উপজেলার বিভিন্ন বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ হাবিবুল্লাহ হাবিব এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টা মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ হাবিবুল্লাহ হাবিব বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন বাজারে, বাজার মনিটরিং করা হয়েছে।
এ সময় বিভিন্ন অসঙ্গতির কারণে এসব প্রতিষ্ঠানে ৪ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরো বলেন, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে অতিরিক্ত মূল্যে দ্রব্য পণ্য বিক্রয় করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।