ঝিনাইদহ কালীগঞ্জে ছিনতাইকলে যুবকেকে বেধড়ক মারধোর
আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহানকে(২১)মারধর করে জোরপূর্বক ইট বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার লিখিত অভিযোগ করেছে থানায়। অভিযুক্ত ব্যাক্তি হলেন একই এলাকার বগেরগাছী গ্রামের হুজু ব্যাপারীর ছেলে বাশার হোসেন(৪৫)।
লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার চাঁদপাড়া ইটভাটা থেকে ইট বোঝায় ট্রলি নিয়ে সুবিধপুর যাওয়ার সময় বগেরগাছী বাজারের সন্নিকটে রাস্তার উপর বেলা ২ টার দিকে আসামী বাশার ইঞ্জিন চালিত ভ্যানে এসে সোহানের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে যুবক সোহান তার কথার প্রতিবাদ করলে এলোপাতাড়ি লাথি কিলঘুষি মেরে যখম করে । পরে আহত যুবক সোহান মাটিতে অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত আসামী বাশার তার পরনের লুঙ্গি টান দিয়ে খুলে ফেলে এবং লুঙ্গির ভাজে থাকা ইট বিক্রির পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে সোহানের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়।। পরে যুবক সোহান ঘটনার লিখিত বিবরণ উল্লেখ করে কালীগঞ্জ থানায় উপস্তিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, ঘটনাটি লোক মারফত জানতে পেরেছি। তবে কোনো পক্ষ থেকেই এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ দেয়নি।এব্যপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, এই ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।