কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটি সভা অনুষ্টিত
মোমিনুর রহমান মন্টু, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেছেন, হাসপাতালে কর্মরত ডাক্তার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। বর্তমান আ’লীগ সরকার অসহায় সাধারন মানুষের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগত রোগীদের সুচিকিৎসায় হাসপাতালে সকল সমস্যা নিরসনে তিনিও প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার বেলা ১১ টায় হাসপাতাল কনফারেন্স রুমে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির এক মাসিক সভাতে তিনি একথা বলেন।
কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এমপি আনারের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।
সভার শুরুতেই কমিটির সদস্য সচিব ডাঃ আলমগীর হোসেন হাসপাতালটির সুষ্ট ব্যবস্থাপনার নানান বিষয়াদি তুলে ধরেন। তিনি সভাতে অবহিত করেন যে, বর্তমানে হাসপাতালটিতে এক্সরে ম্যাশিন ও জেনারেটরের সমস্যা সহ কিছু জনবল সংকট আছে। এ ছাড়াও করোনা স্যাম্পুল বুথ, পাবলিক টয়লেট ও সাইকেল গ্যারেজ নির্মান একান্ত প্রয়োজন সহ পরিচ্ছন্ন কর্মীও সংকট রয়েছে বলে জানান।