জানা-অজানা
ডিজিটাল প্রতারণা রোধে সক্রিয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল
বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মাধ্যমে গত দুই মাসে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার ও বিকাশ প্রতারণার ১ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে সফলতা ফেরত দিয়েছে।
পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, এই ইউনিট টি সাইবার অপরাধ দমনে সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন কাজ করে থাকে। তারই অংশ হিসেবে গত দুই মাসে (মার্চ ও এপ্রিল) এর চুরি হওয়া ও হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩,৬০০০০ ( তিন লক্ষ ষাট হাজার) টাকা এবং বিকাশ প্রতারণার ১ লক্ষ ২০ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সহ সাইবার ক্রাইম ইউনিটের সকল সদস্য বৃন্দ।