চলন্ত ট্রাকের চাকা ফেটে উল্টে ঝিনাইদহের চালক নিহত
চাকা ফেটে চলন্ত ট্রাক উল্টে ঝিনাইদহের চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
নাটোরের সিংড়ায় ভুট্টা বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সেটি উল্টে পড়ে চালক নিহত হয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বন্দর আমতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আবু সাঈদ। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পরে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।