ঝিনাইদহ ইয়ুথ সান’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক প্রদান
ঝিনাইদহের চোখ-
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি,ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে ইয়ুথ সানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মাঝে ঈদের নতুন পোশাক প্রদান করা হয়েছে।
শনিবার (৩০/০৪/২২ ইং) সকালে ঝিনাইদহের উজির আলি স্কুল এন্ড কলেজ ঈদগাহ মাঠে ইয়ুথ সানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের শুভেচ্ছা উপহার হিসাবে নতুন পোশাক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,আনিছুর রহমান খোকা-প্রধান উপদেষ্টা ইয়ুথ সান ও সাবেক চেয়ারম্যান ঝিনাইদহ পৌরসভা,আমিনুর রহমান টুকু-উপদেষ্টা ইয়ুথ সান ও সাবেক অধ্যক্ষ আমেনা খাতুন ডিগ্রি কলেজনারিকেল বাড়ীয়া ঝিনাইদহ,মোঃ মাকিবুল হাসান বাপ্পী-প্রতিষ্ঠাতা সভাপতি ইয়ুথ সান, সৌভিক পোদ্দার-আহবায়ক ইয়ুথ সান ঝিনাইদহ জেলা, রজত বসু শুভ-সদস্য ইয়ুথ সান, শোভন সাহা সবুজ-সদস্য ইয়ুথ সান, আল আমিন খান টুইঙ্কেল-সদস্য ইয়ুথ সান,আকাশ মিয়া-সদস্য ইয়ুথ সান, জামিরুল,সবুজ সহ ইয়ুথ সানের শুভাকাঙ্ক্ষীরা।
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের শুভেচ্ছা উপহার হিসাবে নতুন পোশাক প্রদান সম্পর্কে জানতে চাওয়া হলে ইয়ুথ সানের প্রতিষ্ঠাতা পরিচালক মাকিবুল হাসান বাপ্পী বলেন, আমরা বিগত বছরের ন্যায় এবছরেও ঝিনাইদহের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের শুভেচ্ছা উপহার হিসাবে নতুন পোশাক প্রদান করছি।আমরা ইয়ুথ সান পরিবার এভাবেই সকল খুশি ও ভালো লাগাগুলো সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে চাই।