কালীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামুলক ওয়ার্কসপ
মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক এক ওয়াকসর্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখা ভবনে অনুষ্ঠিত ওয়ার্কসপে ব্যাংকের গ্রাহক, জনপ্রতিনিধি, স্থানীয় ব্যাবসায়ী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যাবস্থাপক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। বিশেষ ভতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার সাদিয়া জেরিন।
বাংলাদেশ ব্যাংক খুলনা জোনের আয়োজনে কর্মশালালাতে রিসোর্স পারর্সন ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার এসকে রফিকুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান।
ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদ, পূজা সহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহায় পেতে ব্যাংক গ্রাহক ও সাধারন মানুষকে জাল নোট চেনার উপায় হিসাবে টাকার উপরে প্রধান নিরাপত্তা বৈশিষ্টগুলি তুলে ধরে তারা নানান দিক নির্দ্দেশনা প্রদান করেন। এ কর্মশালাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার, কালীগঞ্জ প্রেক্লাবের সভাপতি জামির হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রমুখ।