কালীগঞ্জ

কালীগঞ্জে সরকারী কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
সরকারি সেবা তৃণমূলে পোঁছে দেয়ার লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকতা ও সাংবাদিকসহ সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।

বুধবার (১৮ মে) বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বক্তব্যে বলেন জাতীয় পতাকা ও মহান মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করতে পারি না। তেমনি দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানকেও অস্বিকার করা যাবে না। রাষ্টের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখাচ্ছেন ৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা তা অবশ্যই পারব। তাই উন্নয়নশীল রাষ্ট বাস্তবায়নে আমাদেরকে প্রোডাকভিটি বাড়ানো সহ ছেলে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম বলেছেন, জনগণের সেবা প্রদানই মূল লক্ষ্য। সেবা প্রত্যাশীরা যেন হয়রানি ও দূর্নীতি মুক্ত সেবা পায় সে লক্ষে প্রশাসন কাজ করছে।

এ সময অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কৃষি কর্মকর্তা মোহায়মেন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুধন পাল ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন।

শেষে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হেসেন উপজেলার বারবাজার বেদে পল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে দেওয়া আশ্রায়ন প্রকল্পে ভূূমিহীন হতদরিদ্্র পরিবারদের জন্য বরাদ্ধ নতুন ঘর পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button