ঝিনাইদহ পাকার বাজার হতে হত্যা চেষ্টাকারী মামলার আসামী গ্রেফতার
ঝিনাইদহের চোখ-
গত ১৮ই মে ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানাধীন পাকা গ্রামস্থ এলাকায় বাদীর বসত বাড়ির সামনে ধানী জমিতে অবস্থান কালে সামাজিক ও বিভিন্ন বিষয়াদিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম মো: আকবর মিনে(৫৫)কে প্রকাশ্যে দেশী অস্ত্র লোহার রড,শাবল এবং বাঁশ দিয়ে এলোপাতারিভাবে আঘাত করে গুরুতর জখম ও রক্তাক্তসহ হত্যা চেষ্টা করে। এ বিষয়ে ভিকটিমের ছেলে- মো: ইমরান মিনে(২৫) বাদী হয়ে ২১ মে ২০২২ তারিখে একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ মে ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহের উক্ত আভিযানিক দলটি গোপন তথ্যের ভিত্তিতে, উক্ত হত্যা চেষ্টাকারী মামলার অন্যতম পলাতক আসামী আব্দুল্লাহ(৩১) এর অবস্থান নিশ্চিত করে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত ২১৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন পাকা বাজারস্থ এলাকা থেকে হত্যা চেষ্টাকারী মামলার এজাহারে অভিযুক্ত অন্যতম পলাতক আসামী ১। আব্দুল্লাহ(৩১), পিতা-শফি বিশ্বাস, সাং-পাকা, থানা-সদর, জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।