ঝিনাইদহে পৌর নির্বাচনী সহিংসতায় পাল্টাপাল্টি মামলা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। নৌকা প্রতীকের প্রার্থিতা বাতিল ও দুই প্রার্থীর পক্ষে পাল্টাপাল্টি মামলায় সরগরম ভোটের মাঠ অনেকটাই ফাঁকা।
ঝিনাইদহ সদর থানা সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়কসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ভাই এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন।
অন্যদিকে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ছোটকামারকুন্ডু গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে মোফাশ্বের হোসেন পল্টু পাল্টা মামলা করেছেন। এই মামলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো প্রথম সারির ব্যক্তিদের আসামী করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গত বুধবার ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার ঘটনায় মামলা বলে বাদী তার এজাহারে উল্লেখ করেছেন।