অন্যান্য

ঝিনাইদহ র‌্যাবের অভিযানে নেশাজাতীয় ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের চোখ-

এরই ধারাবাহিকতায় ০৫ জুন ২০২২ তারিখ ১৫৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন রেলষ্টেশন বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন রেলষ্টেশন বাজারের দক্ষিণ পাশে আলমডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মো: জাহাঙ্গীর আলম(৪০), পিতা- মো: লালটু মিয়া, সাং- কেদারনগর পশ্চিম পাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে নেশা জাতীয় মাদকদ্রব্য Tapantadol Tablets মোট ৩৮ (আটত্রিশ) পাতায় ১০টি করে সর্বমোট ৩৮০পিচ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button