ঝিনাইদহ সদর

ঝিনাইদহ সাংবাদিকদের সাথে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন’ উপলক্ষে মতবিনিময় সভা

ঝিনাইদহের চোখ-
‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে ঝিনাইদহের সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করেন । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান রাজুসহ জেলার সকল ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় সিভিল সার্জন জানান, ১২ জুন থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৯হাজার ৫শত ১০জন শিশু। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাবে ১ লাখ ৯৮হাজার ৮শত ২৮জন শিশু। জেলার ৬টি উপজেলায় ১৮শত ৫১টা কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন চলবে ১২ থেকে ১৫জুন পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button