হরিণাকুন্ডুতে কিশোরীদের প্রশিক্ষণ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাল্য বিয়েকে না বলে শপথ পাঠ করেছে ১০০শিক্ষার্থী। বুধবার সকালে উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শপথ পাঠ করেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্পের (ইরেসপো) আওতায় কিশোরীদের সচেতনতামূলক এক প্রশিক্ষণে এই শপথ পাঠ করানো হয়।
এ সময় বাল্য বিয়ে, ইভটিজি, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ের ওপর এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এ সময় ওসি সাইফুল ইসলাম, চিকিৎসক খন্দকার বনি আমেনা, সহকারী বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন, বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মাহমুদ ঈমাম, প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ওই বিদ্যালয়ের শিক্ষক ইমরুল হোসেন, কিশোরী ক্লাবের সভাপতি শিক্ষার্থী হুমাইরা ইসমাত প্রমূখ বক্তব্য দেন।
পরে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।