ক্যাম্পাসমহেশপুর

মহেশপুরে বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ প্রতিযোগীতায় পুরস্কার বিতরন

ঝিনাইদহের চোখ-

‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ এ স্লোগানকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে উপলক্ষে দেশব্যাপী শত গ্রন্থাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে খুলনা বিভাগে ক গ্রুপে প্রথম কালাম ও খ গ্রুপে মেহেরুন নেছা সেরা পাঠক নির্বাচিত হওয়ায় মাতৃভাষা গণগ্রন্থাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে মাতৃভাষা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা এম কে টুটুলের সভাপতিতে জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় মহেশপুর মাতৃভাষা গনগ্রন্থগারের বাস্তবায়নে মুজিবশতবর্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই’ শির্ষক পাঠ কার্যাক্রমে অংশগ্রহনকারী সেরা পাঠকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য অলিয়ার রহমান, সাংবাদিক ও মাতৃভাষা গনগ্রন্থগারের পাঠক বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সামছুল হুদা খান ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর কবির। অনুষ্ঠান শেষে মুজিবশতবর্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই’ শির্ষক পাঠ কার্যাক্রমে অংশগ্রহনকারী সেরা পাঠকদের মাঝে সনদপত্র ও পুরোস্কার বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button