ঝিনাইদহে প্রচণ্ড খরায় কাঁচা মরিচের উৎপাদন কমেছে ।। দাম অস্বাভাবিক
ঝিনাইদহের চোখ-
দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এলাকা হচ্ছে পশ্চিমের ছয় জেলা। হঠাৎ করে কাঁচা মরিচের ফলন ব্যাপকভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে বাজারে। দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কোথাও কোথাও প্রতি কেজির দাম ২০০ টাকা ছাড়িয়ে গেছে। অথচ এ সময় কাঁচা মরিচের ভরা মৌসুম। অন্যান্য বছর এ সময় মরিচের এত দরপতন হয় যে, খেত থেকে মরিচ তুলে হাটে বিক্রির পর চাষির লাভ থাকে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় ১ হাজার ৭২৪ হেক্টর মরিচ চাষ হয়েছে। চাষিরা বলছে, খরার কারণে গাছে মরিচ কম ধরছে। ডগা শুকিয়ে গাছ কুঁকড়ে গেছে। ফুল-ফল ঝরে পড়ছে। এতে উৎপাদন কমে গেছে।
শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অচিন্তপুর গ্রামের চাষি মোক্তার হোসেন বলেন, ৮ কাঠা জমিতে মরিচ চাষ করেছেন। মাত্র আড়াই কেজি মরিচ হয়েছে। খরার কারণে গাছে কম মরিচ ধরছে। ফুল-ফল ঝরে পড়ছে। এছাড়াও গাছ কুঁকড়ে গেছে। আর কৃষ্ণনগর গ্রামের চাষি আব্দুর রহিম বলেন, তার খেতে সাদা যাব পোকার আক্রমণ হয়েছে। ফুল পাতার রস শুষে খাচ্ছে। মরিচ ধরছে না।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক মো. আজগর আলি বলেন, অসময়ে খরার কারণে মরিচ গাছে ফুল-ফল কম ধরছে। বৃষ্টি হলে মরিচের উৎপাদন বাড়বে বলে তিনি জানান।