চাল বিতরনে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহ মধুহাটিতে মানববন্ধন ও বিক্ষোভ
ঝিনাইদহের চোখ-
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী ইউনিয়নবাসী। এতে ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিয়ে কয়েকশত নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহন করে।
মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৩০ জন, ৪নং ওয়ার্ডে ২৪০ জন, ৬নং ওয়ার্ডে ১১৬ জন, ৭নং ওয়ার্ডে ৯৫ জন, ৯নং ওয়ার্ডে ২১০ জন ও মহিলা সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মোট ৯০ জন অসহায়ের (মাস্টাররুল) তালিকায় নাম থাকলেও চাল পাইনি বলে অভিযোগ উঠেছে। যাদের কার্ড বরাদ্দ আছে তারা এই উপহার সামগ্রী না পেয়ে ক্ষোভে ফুসে উঠেছে।
বক্তারা বলেন, হতদরিদ্রদের ভিজিএফ’র চালের তালিকায় নাম থাকলেও চেয়ারম্যান আলতাফ হোসেন নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করেন। এমনকি সবাইকে চাল না দিয়ে তা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়। এসময় সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে চেয়ারম্যানের অপসারনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাজার গোপালপুর চৌরাস্তা মোড়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
২নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন অভিযোগের বিষয়ে বলেন, এটা একটা দুঃখ জনক ঘটনা। আমি দায়িত্ব নেয়ার পর যদি কোন দূর্নীতি করে থাকি সেটা তদন্ত করে আমার বিরুদ্ধে কতিপক্ষ ব্যবস্থা নিক। কিন্তু যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক।