ঝিনাইদহ সদর

সহিংসতা বন্ধে ঝিনাইদহ জেলা প্রশাসককে অনুরোধ

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় বেশ কয়েক আহত হয়েছে। প্রতিপক্ষের মারধর ও হুমকিতে বাড়ি যেতে পারছেন না অনেকে। এ সহিংসতা বন্ধের দাবিতে ও বাড়ি ফিরে যাওয়ার জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে অনুরোধ করে গ্রামের বেশ কয়েকজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের পৌরসভার গেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগিরা অভিযোগ করেন, গেল উপজেলা নির্বাচনে হাটবাকুয়া গ্রামে একটি পক্ষ নৌকায় ভোট করে অপর পক্ষ সতন্ত্র প্রার্থীর নির্বাচন করে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পর মারধরের ঘটনা ঘটছে। হুমকি-ধামকি চলছে নিয়মিত।

এ থেকে রেহাই পেতে সতন্ত্র প্রার্থীর বেশ কয়েকজন শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র গাড়ি গতিরোধ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, যারা অভিযোগ দিয়েছিলেন তাদের বাড়িতে যেতে বলেছি। কোন প্রকার মারধর বা সমস্যা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button