ঝিনাইদহে ক্যাপ্টেন শেখ কামাল’র জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহের চোখ-
বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহের আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। মঞ্চে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসনের) খালেদা খানম এম পি, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, স্থানীয় সরকার এর উপ-পরিচালক এবং পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন জেলা কমান্ডার মোঃ মকবুল হোসেন এবং সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর, ঝিনাইদহ কর্তৃক প্রশিক্ষিত বেকার যুবসমাজের মাঝে চারাগাছ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এবং অন্যান্য অতিথিবর্গ।