কালীগঞ্জ

কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা মিটিংএ জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভিন।

সভাতে বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বক্তাগন বলেন, শহরের কিছু এলাকায় মটরসাইকেল ও ইজিবাইক চুরির প্রবনতা দেখা দিয়েছে। এসব প্রতিরোধে কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহব্বান জানান।

এছাড়াও সভাতে উত্থাপিত হয়, দীর্ঘদিন ধরে সরকারী মাহতাব উদ্দিন কলেজে অধ্যক্ষকে নিয়ে সৃষ্ট জটিলতায় শিক্ষার পরিবেশ নষ্ট সহ শিক্ষকরা বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। সেইসাথে স্কুল পর্ষায়েও বেশকিছু প্রতিষ্টানে অব্যাবস্থাপনার অভিযোগ উঠেছে। এমন সমস্যামুলক বিষয়গুলি দ্রুত সমাধান সহ সার বিক্রয় বাজার মনিটরিং, সড়কে যানজট রোধে প্রশাসনের পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।

সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, সাংবাদিক নয়ন খন্দকার, ইউ পি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, আজিজুল খাঁ, আবুল কালাম আজাদ (কোলা), আলী হোসেন অপু ও নাছির চৌধুরী প্রমুখ। এছাড়াও সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button