ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে অবৈধভাবে সার মজুত ।। ডিলারকে ৬ মাসের জেল।। জরিমানা

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে অবৈধ ভাবে সার মওজুদ রাখার অপরাধে ডিলারকে ৬ মাসের কারাদন্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ডিলারের সহযোগীকে এক মাসের কারাদন্ড প্রদাণ করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এমওপি ( পটাশ) সার। দন্ডিতরা হলেন, বিসিআইসি ডিলার মোঃ আবু জাফর মুন্সী ও তার ম্যানেজার আব্দুর রহিম।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারি কমিশনার( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী দন্ড দেন তাদের।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জিহাদুল করিম বলেন, সদর উপজেলার ধননজয়পুর বাজারের একটি গুদামে বিপুল পরিমাণ এমওপি সার মওজুদ রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির গুদামে ৫ মেট্রিক টন এমওপি সার পাওয়া যায়।
তিনি আরো জানান ওই সার কৃষকদের কাছে গত মাসেই বিক্রি করার কথা থাকলেও সংশ্লিষ্ট ডিলার মুন্সী রাসেল এন্টার প্রাইজের মালিক মোঃ আবু জাফর তার করেননি। এছাড়াও ১৬ মেট্রেক টন ইউরিয়ার সারের হিসেব পাওয়া যায়নি। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার( ভুমি) ওই বিসিআইসি সার ডিলার মোঃ আবু জাফরকে ৬ মাসের কারাদন্ড সহএক লাখ টাকা জরিমানা করেন। একই আদেশে তার ( ডিলারের) ম্যানেজার আব্দুর রহিমকে এক মাসে কারাদন্ড দিয়েছেন। এছাড়াও গুদামের মালিক আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিদের বিকেল ৫টার দিকে জেলাকারাগারে পাঠানো হয়েছে।

চলমান সার সংকটের সময় কৃষকদের কাছে সার বিক্রি না করে অবৈধ ভাবে মওজুদ রাখার সাথে জড়িত ডিলারের আরো কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ কৃষক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button