ঝিনাইদহের সাংবাদিক সড়ক দূর্ঘটনায় আহত

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের সাংবাদিক ও ভোরের ডাক পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এনামুল হক সিদ্দিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে ঈশ্বরবা গ্রামের নিজ বাড়িতে রয়েছেন।
এনামুল হক সিদ্দিক জানান, বুধবার দুপুরে পেশাগত কাজে পৌর মেয়র ভোট কেন্দ্রে যাবার সময় কালীগঞ্জ শহরের দশতলা ভবনের সামনে একটি ইজিবাইক কে ছাইড দিতে গিয়ে সামনা সামনি ধাক্কা লাগে। এ সময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক দিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহম্মেদ জানান, সাংবাদিক এনামুল হক সিদ্দিকের বাম পায়ের পাতা ও গোড়ালিতে বড় ধরনের ক্ষত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাকে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরবা গ্রামে নিয়ে যাওয়া হয়।