কালীগঞ্জে শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আরিফ মোল্ল্যা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার রঘুনাথপুর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাাড. মনিরুল ইসলাম মনির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, কাালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যাান আলতাব হোসেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, রোস্তম আলী মাধ্যাামকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানসহ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিকে মেধাশুন্য করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। পরবর্তিতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করেছিল একটি কুচক্রি মহল। শেখ হাসিনা সরকারের আমলেই খুনিদের বিচার হয়েছে। বাকিদের আগামিতে বিচারের আওতায় আনা হবে। আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা সাবদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ওয়াসিম। অনুষ্ঠানে আগত সকল অতিথিসহ নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।