মোবারকগঞ্জ সুগার মিলের অবসরভাতা পেল ৪৪ জন
ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
দক্ষিন পশ্চিম অঞ্চলের ভারিশিল্প ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের স্থায়ী/ মৌসুমি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারিদের (পিএফ) ফান্ডের পাওনা টাকার দাবি পূরণ হল।মোচিকের স্থায়ী অবসরপ্রাপ্ত ৪৪ জনের পাওনা টাকা প্রদান করেছে ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ৪৩২ টাকা ও মৌসুমি অবসরপ্রাপ্ত ১৭ জনের ৪৪ লক্ষ ৪৩ হাজার ১ শত ৭১ টাকা।
দীর্ঘদিন পর এই পাওনা টাকা পেয়ে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বেজায় খুশি।
চেক প্রদান করা হয় চিনিকলের প্রশাসনিক ভবনের অর্থ দপ্তর থেকে। এ সময় উপস্তিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, মহা- ব্যবস্থাপক(অর্থ) জাহিদুর রহমান,মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক গোলাম রসুল,সহ- সভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকু সহ শ্রমিক নৃত্যৃবৃন্দরা।
মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী এই বকেয়া পাওনা টাকা পেয়ে বলেন, গত ১ যুগের ভিতরে এ ধরনের পাওনা টাকা কোন ব্যবস্থাপনা পরিচালক ও শ্রমিক নেত্যৃবৃন্দরা দিতে পারেনি, সেই রেকর্ড আজ ভঙ্গ হল।
মোচিকের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর ইসলাম খান বলেন, যাদের পাওনা আছে অবসরের গ্রাচুইটির টাকা দ্রুত যাতে পেতে পারে সেই চেষ্ট করবো।