কালীগঞ্জ

ঝিনাইদহে বীজআখ উৎপাদন ও বিস্তার কৌশল শীর্ষক কর্মশালা

ঝিনাইদহের চোখ-
আখের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। কর্মশালায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, মহাব্যবস্থাপক (কৃষি) মঞ্জুুরুল হক, মৌচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় ওই সুগার মিলের শতাধিক মাঠকর্মী অংশ নেয়।

দিনব্যাপী এই কর্মশালায় চিনি শিল্পের লোকসান বন্ধে ভালো জাতের আখবীজ উৎপাদন ও বিস্তার নিয়ে পরামর্শ প্রদাণ করা হয়। ভালো জাতের আখের বীজ তৈরী, সংগ্রহ ও বিস্তার নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button