ঝিনাইদহ সদর

ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত

ঝিনাইদহের চোখ-
‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমাণ প্রভাব’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ পানি দিবস পালিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান,

এসময় বক্তারা বলেন, অতি মুল্যবান অদৃশ্য এই পানি ভান্ডারের টেকসই ব্যবহার, সংরক্ষণ, পরিপুর্ণ পুন:ভরন এর মাধ্যমে ভুগর্ভস্থ পানি ভান্ডারের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করতে সকলের প্রতি আহŸান জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button