ঝিনাইদহের শাহিন বাঁচতে চায় ।। কেউ কী এগিয়ে আসবেনা?

মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
মোঃ শাহিন আলম (৩৫), পিতা- মৃত. শহিদুল ইসলাম। গ্রাম ও ডাক – বাজার গোপালপুর, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। মা, স্ত্রী ও শিশু দুই মেয়ে নিয়ে শ্রমিকের কাজ করে বেশ ভালোই চলছিল। কিন্তু বেশ কিছু দিন রোগের কারণে ভূগছিলেন। কোন রোগ নির্ণয় হচ্ছিল না। অবশেষে দেখা গেছে তিনি কিডনি রোগে আক্রান্ত।
বর্তমান তিনি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক ডাঃ একেএম মনোয়ারুল ইসলামের নিকট চিকিৎসা নিচ্ছিলেন। ডাক্তার জানিয়েছেন, তার দুইটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। কিন্তু অর্থের কারণে সেখানে চিকিৎসা নিতে পারেনি। তিনি লোকজনের সহযোগিতায় যশোর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কোন রকম চিকিৎসা নিচ্ছেন। এমতাবস্থায় তিনি চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের নিকট সাহায্য কামনা করেছেন।
সাহায্যে পাঠানো ও যোগাযোগের মাধ্যমে -০১৭০৩/৭০৯৫৯৯ (বিকাশ)।