ঝিনাইদহে নির্বাচনে দুই সদস্য প্রার্থীর ভোট শুন্য
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে সদস্য (পুরুষ) পদে,তালা প্রতীকে মিজানুর রহমান ও টিউবওয়েল প্রতীকে রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি। সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রেসহ মোট ৬টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২২৪ টি। এরমধ্যে ২২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার একজন পুরুষ সদস্য পদের বিপরীতে ৫ জন জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ঘুড়ি প্রতীকে ১৫০ভোট, টিউবওয়েল প্রতীকে ৬০ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩ ভোট, অটোরিকশা প্রতীকে ১ভোট এবং তালা প্রতীকে মিজানুর রহমান কোন ভোটই পাননি।
আরো জানা গেছে, ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলা থেকে তিনজন সদস্য প্রতিদ্বন্দিতা করেন। এখানে মোট ভোটার ছিলেন ১৫৯ জন। এরমধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে অটোরিক্সা প্রতিকের জাহাঙ্গীর হোসেন সোহেল পেয়েছেন ৭৯ ভোট ও উটপাখি প্রতিকের জসিম উদ্দিন সেলিম পেয়েছেন ৭৯ ভোট। তারা দুজনই একই ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দি প্রার্থী টিউবওয়ের প্রতিকের রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি।
রেজাউল করিম রেজা টিউবওয়েল প্রতিক নিয়ে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সদস্য (পুরুষ) পদে প্রতিদ্বন্দিতা করেন। তিনি কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
তবে, এ ব্যাপারে রেজাউল করিম রেজার বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভি করেননি।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, সদস্য (পুরুষ) পদে টিউবওয়ের প্রতিকের রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি। বাকি দুই প্রার্থী একই ভোট পেয়েছেন।
নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ গোলাম সারোয়ার জানান, জেলা পরিষদ নির্বাচনে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তিন জনের মধ্যে, আশিকুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩ভোট, মোঃ মোস্তফা পলাশ অটোরিক্সা প্রতীকে ১টি করে ভোট পেলেও তালা প্রতীকের মিজানুর রহমান কোন ভোটই পাননি।