বারবাজার ঐতিহ্যবাহী মনোহারদি মসজিদ অবহেলায় ধ্বংসের মুখে

আজিম আলী, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা ৯ নং বারবাজার ইউনিয়ন মনোহর মসজিদ সংস্কার করতে চান মুসল্লীরা।মসজিদকে তারা নতুন করে নামাজের পরিবেশ ঘরে তুলতে চান।১৯৯৩ সালে মসজিদটি খনন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর।২০১৯ সাল থেকে নিয়মিত নামাজ আদায়ের জন্য টিন দিয়ে একটি অস্থায়ী মসজিদ বানানো হয়।
মসজিদটি ধারনা করা হয় ৩৫ গম্বুজ বিশিষ্ট।১৯ বছর ধরে সংস্কারের অভাবে ধ্বংসাবশেষ পড়ে আছে।মসজিদটি নির্মাণ করা হলে দক্ষিণ অঞ্চলের একটি শ্রেষ্ঠ মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মনোহারদি মসজিদের সভাপতি গোলাম মোস্তফা বলেন,”মসজিদে বাথরুম,অজুখানা নাই।মুসল্লিরা নামাজে পড়তে এসে বাথরুম,অজুখানার জন্য ভোগান্তি তে পড়ে।”
স্থানীয় মুসল্লী আশাদুল ইসলাম বলেন,”এই মসজিদটিতে যাতায়াতের কোন রাস্তা নাই তিনি সরকারের কাছে আবেদন জনান এই মসজিদটিতে একটি রাস্তা তৈরি করে দেওয়ার জন্য । ”
মসজিদের ঈমাম সোলায়মান হোসেন জানান,”এলাকার ৪০/৫০ঘর মানুষের মসজিদটিতে বর্ষার সময় বৃষ্টি পড়ে। নামাজের জায়গা আরও বাড়ানো ও সংস্কার করা হচ্ছে ৭০০০০ হাজার টাকার মত প্রয়োজন।তিনি সবার সহযোগিতা চান।
বিকাশঃ০১৯৭৭৮৪৪৭০১
নগদঃ০১৭৮৫৮৪৪৭০১
রকেটঃ০১৭৮৫৮৪৪৭০১২
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকঃ২১১১২২১০৩৪৫