অন্যান্য

ঝিনাইদহ র‌্যাবের জালে ধরা পড়লো ২ মানব পাচারকারী

ঝিনাইদহের চোখ-
অবৈধ পথে ভারতে মানব পাচারের সময় এই চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তার আসামিরা হলেন- মো. আজহার উদ্দিন ও মো. কোরবান আলী। শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ভারতে ভাল চাকরীর প্রলোভন দেখিয়ে চট্রগ্রাম থেকে খুলনায় আসে পৃথিবী রাজ সাহাসহ আরো ২ জন। কিন্তু বাধ সাধে র‌্যাবের অভিযানে। পাচারের আগেই উদ্ধার করা হয় ৩ জনকে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় পাচার কারী চক্রের মুলহোতা ও তার একসহযোগীকে। গ্রেপ্তার হওয়াদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ জানায়, গত ২৫ অক্টোবর পৃথিবী রাজ সাহার সাথে আসামি হাসান আলীর মোবাইলে ফোনের মাধ্যমে কথা হয়। সেখানে তাকে জানানো হয় পার্শ্ববর্তী ভরতে তাকে ভাল বেতনে চাকরীর ব্যবস্থা করে দেয়া হবে।

গত ২৭ অক্টোবর ভিকটিম পৃথিবী রাজসহ আরো ২ জন বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনায় আসে। এখানে একদিন অবস্থান করার পর ২৯ অক্টোবর ওই ৩ জনকে পাচারের উদ্দেশ্যে যশোর নিয়ে যায় আসামি হাসান আলী।

আসামি হাসান তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে মো. আজহার উদ্দিন ও মো. কোরবান আলীর কাছে হস্তান্তর করে। বিষয়টি র্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অবগত হয়।

এরই ধারাবাহিকতায় অভিযানিক দলটি ২৯ অক্টোবর রাত সাড়ে ১২ টার দিকে চৌগাছা উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পাচার চক্রের মূলহোতা মো. আজহার উদ্দিন ও মো. কোরবান আলীকে গ্রেপ্তার করে। এ সময়ে পৃথিবী রাজ সাহা, মো. ইমাদুল ও মো. আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তারকৃত আসামিসহ ৫ জনকে আসামি করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button