মেয়রের সাথে ঝিনাইদহ পৌরসভার ১৬৭ মসজিদের ইমামদের মতবিনিময়
ঝিনাইদহ চোখ-
জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে নবাগত পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সাথে ঝিনাইদহ পৌরসভার ১৬৭ মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেন ও খাদেমগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ দুপুরে শহরের গিলাবাড়িয়া আয়েশা কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করে ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন ।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা মাশায়েখ সভাপতি ও শেখপাড়া জামে মসজিদের ইমাম মুফতি আরিফ বিল্লাহর ।
প্রধান অতিথি ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, মসজিদ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্রস্থল । নামাজের সাথে সাথে মসজিদে মসজিদে সুশিক্ষার পরিবেশ তৈরী করতে হবে ।
তিনি আরো বলেন, ঝিনাইদহ পৌরসভার প্রত্যেক মসজিদের সমস্যা পর্যাক্রমে একে একে সমাধান করা হবে । কোন মসজিদই উন্নয়ন বঞ্চিত যাতে না হয় সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখা হবে ।
শেষে তিনি বলেন, মসজিদ হবে শিক্ষালয়। ধর্মীয় শিক্ষার সাথে থাকবে শিশুদের আচার, ব্যবহার শেখার কেন্দ্রস্থল । বড়দের সম্প্রীতি আদান-প্রদানের সবথেকে বড় জায়গা ।