ঝিনাইদহে চাকায় ওড়না পেচিয়ে পড়ে গিয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ শহরের মর্ডান মোড় নতুন ব্রিজ এলাকায় ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে পড়ে গিয়ে চম্পা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত চম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মন্ডলের মেয়ে।
উদয়পুর গ্রামের মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গণসংবর্ধনা অনুষ্ঠানে আসছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শহরের মডার্ন মোড় নতুন ব্রিজ এলাকায় আসলে তার উরনা ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন চম্পা খাতুন। পরে তার সহপাঠীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমার কাছে এখনো কোন খবর আসেনি। এমন খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।