ঝিনাইদহে দুদক’র অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে সোমবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহে দুর্নীতি বিরোধী নানা কার্যক্রমের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়।
এসকল কার্যক্রমের মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের শপথবাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবর্গের সাথে আলোচনা সভাসহ অন্যান্য কার্যক্রম।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান।
দুর্নীতি বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং উক্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। আলোচনা সভায় ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ দুদকের করনীয় বিষয়ে তাঁদের মূল্যায়ন, গুরুত্ব এবং দুদকের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।