ঝিনাইদহ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি’র পরিচিতি সভা
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ ২৩ নভেম্বর ২০২২: সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের উদ্যোগে আজ ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত, ‘এসিজি’ উল্লিখিত হাসপাতাল ভিত্তিক একটি নাগরিক প্লাটফরম। যা টিআইবি’র পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে গঠিত হয়েছে।
হাসপাতাল তত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন পরিচালিত সভায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি মো. সায়েদুল আলম, সনাক স্বাস্থ্য উপকমিটির আহবায়ক মো. আবু তাহের, সদস্য আহমেদ হোসেন, এসিজি সমন্বয়ক মো. আবু জাহান খাঁন ও যুগ্ম-সমন্বয়ক অমৃতা বিশ্বাস এবং ইয়েস দলনেতা জোবাইদা খাতুন বৃষ্টিসহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।
সভায় স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘এসিজি’ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষের মধ্যে আনুষ্ঠানিক পরিচিতি সম্পন্ন হয়। যা পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে যথাযথ সমন্বয় সাধনে ভূমিকা রাখবে। এসময় টিআইবি’র বিশেষায়িত প্যাক্টঅ্যাপ, অ্যাপের সাহায্যে কমিউনিটি মনিটরিং ও মনিটরিং এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষের সাথে এসিজির অধিপরামর্শসভাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ এসিজি ও সনাক এর সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং এসিজি ও ইয়েস সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।