ক্যাম্পাসঝিনাইদহ সদর

ঝিনাইদহ ওয়াজির আলী স্কুলে আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে আলোচনা সভা

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সহযোগিতায় আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহের খড়িখালী সেবাসংঘ’র বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কর্মী এ.বি.এম আমিনুর রহমান টুকু’র সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ।

সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাহিদ আক্তার, ওয়াজির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দীকী, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ ।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সেবাসংঘ’র নির্বাহী পরিচালক আনিছুর রহমান।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ,শিক্ষক,মাওলানা,মসজিদের ইমান,কাজী, স্থানীয় সাংবাদিক ,ব্যবসায়ী, সমাজকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

বক্তাগন,আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে বিশদ আলোচনা রাখেন। বিপদ মানুষের জীবনে আসবেই,ছোট খাটো সমস্যা জীবনে আসবেই,তাই ধৈর্য ধারন করতে হবে। ইসলাম ধর্মে আত্ম হত্যা করা মহা পাপ। এমনকি কোন ধর্মেই আত্ম হত্যা করা থেকে বিরত থাকতে বলেছে। এসময় বক্তাগন আত্ম হত্যা না করার আহব্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button