এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হলো দুইদিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান,ইউএলও ডা:মামুন খান, প্রভাষক শহিদুল ইসলাম,আব্দুল ওহাব প্রমুখ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ টি স্টলের আয়োজন করা হয়। এদের মধ্যে দশটি ডিসপ্লে প্রদর্শিত হয়।
পরে বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ।