ঝিনাইদহ জেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ, ১৩ ডিসেম্বর ২০২২: মাধ্যমিক শিক্ষা খাতে সেবার মানোন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহ জেলা শিক্ষা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ এর মধ্যে এক অধিপরামর্শ সভা আজ ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে জেলা শিক্ষা অফিসার এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় টিআইবি’র সম্প্রতি শুরু হওয়া পাটিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাক্টা) প্রকল্প ও এই প্রকল্পের আওতায় সনাক এর অনুপ্রেরণায় গঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিষয়ক অ্যাকটিভ্ সিটিজেন গ্রæপ (এসিজি), এসিজি’র পরিচিতি সভা, প্যাক্টঅ্যাপ ব্যবহারের মাধ্যমে কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সনাক ঝিনাইদহ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন পরিচালিত সভায় মতবিনিময় করেন সনাক সহসভাপতি নাসরিন ইসলাম ও এম. সাইফুল মাবুদ, সনাক শিক্ষা উপকমিটির আহŸায়ক এন. এম শাহজালাল, ইয়েস সহদলনেতা সৌরভ প্রামানিক ও রিংকী দাস এবং জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।