কালীগঞ্জে মাদকে সম্পৃক্ততায় ৫ জনের কারাদন্ড
ফিরোজ আহম্মেদ, কালিগঞ্জ, ঝিনাইদহ চোখ-
উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে মহিলা মাদক ব্যাবসায়ী রেনু খাতুন সহ ৪ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার ঝিনাইদহ জেলার কালীগঞ্জে মাদক বিরোধী এক অভিযানে আটক ৫ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট হাবিবুল্লাহ হাবিব আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্যা জানান, উপজেলা প্রশাসন, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথ ভাবে বুধবার মাদক বিরোধী অভিযানে নামেন।
বেলা ১২ টার দিকে বারবাজার রেলগেট এলাকা থেকে ২’শ গ্রাম গাজা সহ রেনু খাতুন নামে মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করে। এরপর তার পাশেই অভিযান চালিয়ে ইয়াবা সেবনকারী রত্না খাতুন নামে আরো এক মহিলাকে আটক করে। একইভাবে দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ বেজপাড়া গ্রামের একটি মাঠের মধ্যে গাজা সেবন অবস্থায় অনিক, ইয়াসিন ও প্রান্ত নামে তিন যুবককে হাতে নাতে ধরে ফেলে। আটককৃত যুবকদের বাড়ী শহরের পৌর এলাকার নিশ্চিন্তপুর গ্রামে। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে নির্বাহী ম্যাজিষ্টেট হাবিবুল্লাহ হাবিব এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহিলা মাদক ব্যাবসায়ী রেনু খাতুনকে ছয় মাস, রত্না খাতুন কে এক মাস ও তিন যুবককে ২১ দিনের কারাদন্ডাদেশ এবং এক শত টাকা করে জরিমানা করেন।
অভিযানকালে কালীগঞ্জ থানার ওসি ও ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আলমগীর হোসেন সহ থানার অন্নান্য অফিসারগন উপস্থিত ছিলেন।