ঝিনাইদহ সদর

ঝিনাইদহ মাঠে মাঠে হলুদের সমারোহ ।। কৃষকের বাড়তি আয় 

মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। সাধারণত আমন ধান কাঁটার পর ওই জমি গুলোতে ইরি বোরোধান করা হয়। এই ধানের আবাদ করত জমিগুলো ১২৫ থেকে ১৩০ দিন অনাবাদি হয়ে পড়ে থাকে। কৃষিতে আধুনিকতা ও কৃষকদের সচেতনতার কারণে এই অল্প সময়ের মধ্যে ৯০ থেকে ১১০ দিনের মেয়াদি সরিষা আবাদ করে থাকেন। এতে একদিকে যেমন বাড়তি আয় হয়, যা ইরি ধানের খরচের টাকা উঠে আসে। তেমনিভাবে খাঁটি সরিষার তেল পেয়ে থাকে পরিবার।

কৃষি সম্প্রসারন অধিদফতর জানান, চলতি মৌসুমে ৯ হাজার ৭৭০ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১১ হাজার ১১২ হেক্টর। যা লক্ষ্য মাত্রা থেকে ১ হাজার ৩৪২ হেক্টর বেশি।

সরিষা আবাদ সম্পর্কে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল করিম বলেন, সরিষা আবাদে কৃষকদের প্রনোদনা দেয়া হয়েছে। তারা যেন ভালো ফলন পেতে পারেন সে জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button