ঝিনাইদহ সদর

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক গোলক মজুমদার এর নেতৃত্বে সকাল ১০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রেরনা ৭১ চত্ত¡রে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি এবং আমেনা খাতুন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. এ বি এম আমিনুর রহমান, উপপরিচালক, সমাজসেবা জনাব মো.আব্দুল লতিফ শেখ, জেলা তথ্য অফিসার মো.আবু বক্কর সিদ্দীক এবং সমাজসেবার রেজিষ্ট্রেশন অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর। সেই লক্ষ্যকে সামনে রেখে জেলা কার্যালয় ঝিনাইদহ মাদকের সরবরাহ হ্রাসকরণে অভিযান পরিচালনা করছে। মাদকের চাহিদা হ্রাসকরণে স্কুল কলেজে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে। মাদকাসক্ত হলে সুস্থ হয়ে ওঠার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা প্রদান করছেন।

তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিকবৃন্দ, সুশীল সমাজ, গুণীজন এবং সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দদের সহযোগিতা নিয়ে ঝিনাইদহকে মাদকমুক্ত করার প্রচেষ্টা অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button