ঝিনাইদহ সদর

ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদন্ড

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অস্ত্র মামলায় আয়নালহক ওরফে কোরবান নামেএক সন্ত্রাসীর ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে এ রায় ঘোষনা করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। আয়নাল হক ওরফে কোরবান ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ৬ জুন হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর গ্রামের মাঠে অভিযান চালায় র‌্যাব। এ সময় অন্যারা পালিয়ে গেলেও র‌্যাব একটি পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ আটক করে আয়নাল হক ওরফে কোরবানকে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ওইদিনই হরিণাকুন্ডু থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পর অভিযোগ প্রমানিত হওয়ায় অস্ত্র আইনের ১৯/এ ধারায় ১০ বছর ও ১৯/এফ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। উভয় দন্ড যুগপৎভাবে চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button