ঝিনাইদহ র্যাবের জালে ‘সুবীর’ হত্যা মামলার পলাতক আসামী
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া এলাকায় জমিজমা বন্টনের বিষয়কে কেন্দ্র করে গত ০৪ অক্টোবর ২০২২ তারিখ রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় আসামী মিঠুন দাস ও তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে ভিকটিম সুবীর দাসের পিতা সত্যপদ দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আসামী সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে ভিকটিম সুবীর দাসের পিঠে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পরলে আসামীরা ভিকটিমকে এলোপাথারী আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তখন আসামীরা ভিকটিমের পিতা, মাতা ও চাচাকেও চাকু দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমসহ অন্যান্য আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সুবীর দাসকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ জানুয়ারি ২০২৩ তারিখ তারিখ অনুমান ০০:২০ ঘটিকার সময় র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানার আলতাপোল এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার অন্যতম পলাতক আসামী-মিঠুন দাস(৩৮) থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।