ঝিনাইদহে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোমিনুর রহমান মন্টু, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটি ২২ বছর পূর্ণ করে ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ১২টায় কালীগঞ্জ শহরের প্রতিনিধির নিজস্ব অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী সাজু, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বৈশাখী টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, জিটিভির সাংবাদিক ওয়ালিয়ার রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক এনামুল হক সিদ্দিক, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইমরুল হোসেন লাইচ, মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাাহজাহান আলী বিপাশ, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক মাাহমুদ, ইনকিলাব পত্রিকার আশিকুর রহমান সোহাগ, দৈনিক বীর জনতা পত্রিকার বাবুল আক্তার, ৭১ টিভির মিশন আলী, আজকের পত্রিকার আরিফ মোল্লা, দৈনিক খবর পত্র পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির সোহাগ, দৈনি আমার সংবাদ এর শাহ আলম এবং সাংবাদিক নাজিম উদ্দীন, উসমাান গণি জুয়েল, ফিরোজ আহম্মেদ, সাগর আহম্মেদ ব্যবসায়ী নেতা আক্তার হোসেন দুলা এবং শাহিনুর রহমান পিন্টু ও ব্যবসায়ী জিন্নাত আলী।
অনুষ্ঠানে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোমিনুর রহমাান মন্টুর সভাপতিত্বে আলোচনায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কমনা করেন।