কালীগঞ্জ

ঝিনাইদহে শীতার্থদের পাশে স্টুডেন্টস এ্যাসোসিয়েশন

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ”কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন” উদ্যেগে গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় শোয়াইব নগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গরীব, অসহায়, দুস্থ্য শীতার্তদের মাঝে অর্ধশত কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড এর কাউন্সিলর মুক্তার হোসেন, স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা ইবনে মাসুদ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত (তুহিন), সংগঠনের উপদেষ্টা রাফসান খান, মাসুম হোসেন, শেখ আসরারুল হক অরাভ, মেহনাজ হোসেন, সাইমন, সাজ্জাদ হোসেন শুভ, পলক খাঁন, বিশ্বজিৎ ভৌমিক, মাহমুদুর রহমান সিজানসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় কাউন্সিলর মোক্তার হোসেন বলেন, কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মতো সবাইকে এ ধরনের আন্তরিকতা থাকতে হবে। আন্তরিকতা এবং একাগ্রতা আমাদের সমাজের গরীব অসহায় মানুষগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা যদি গরম কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে এগিয়ে আসি তাহলে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবেনা, এবং অসহায় শীতার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য সকল বৃত্তবানদের অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button