ঝিনাইদহে নূরতাজ ও আলিফ ফুডকে ৫৫ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ চোখ-
ভেজাল দ্রব্য দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের বিরুদ্ধে র্যাবের অভিযান; ০২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকালে আভিযানিক দলটি নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ এর সমন্বয়ে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে নূরতাজ ফুড প্রোডাক্ট বেকারী ও আলিফ ফুড প্রেডাক্টস এ ভেজাল দ্রব্য দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুইটির মালিকদ্বয়কে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিদ্বয় তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।