ঝিনাইদহ চোখ-
শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা- ২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। তৃতীয় শ্রেণীর এ বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫জন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তারা ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্কলার হিসাবে গণ্য হবে। পরীক্ষায় বৃত্তি প্রাপ্তির উপযুক্ত কোন শিক্ষার্থী পাওয়া যায়নি উপজেলার হাকিমপুর ও নিত্যানন্দনপুর ইউনিয়নে।
বৃহস্পতিবার বিকালে উত্তরণ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ ফলাফল ঘোষনা করেন ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সদস্য সচীব স্বপন কুমার বাগচী। এসএম কোবাদ আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ড. ওয়ালীউজ্জামান ফাউন্ডেশনের সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু । এছাড়া অতিথী হিসাবে ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সদস্য কে এম শরীফ ও এমএ ওহাব, কবিরপুর প্রি-ক্যাডেটের পরিচালক আব্দুল মতিন, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, সমাজসেবক আবু আরিফ রেজা ও উৎপল রায়, প্রকৌশলী জুয়েল হাসান, উত্তরণ প্রি ক্যাডেট’র প্রধান শিক্ষক নাজমুন নাহার, ব্যাংকার কবি শের আলী মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা পাবলিক হল ও লাইব্ররেীর সাধারণ সম্পাদক ও ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সদস্য সচীব স্বপন কুমার বাগচী ।
ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের এবারের বৃত্তি পরীক্ষায়( ২০২৩ সাল) এবার মেধা তালিকায় প্রথম হয়েছে শেখপাড়া সপ্রাবি’র ইনতিফা ইফাত, দ্বিতীয় হয়েছে শেখপাড়া সপ্রাবির সাঈফ মাহমুদ, তৃতীয় হয়েছে আব্দুল আজিজ আইডিয়াল স্কুলের আব্দুর রহমান, চতুর্থ হয়েছে শেখপাড়া সপ্রাবি’র কানিজ ফাতেমা শোভা ও পঞ্চম হয়েছে ব্রাহিমপুর সপ্রাবি’র সালভী মিয়া।
সাধারণ তালিকায় বৃত্তি পেয়েছে সন্দিপ শ্রেষ্ঠ-কবিরপুর কিন্ডারগার্টেন, সাবরিনা মারিয়া- কবিরপুর মডেল সপ্রাবি, অয়ন সাহা- শৈলকুপা সপ্রাবি, আব্দুল্লা আল সিফাত- শেখপাড়া সপ্রাবি, মাহিন ইসলাম- আনন্দনগর সপ্রাবি, আল মাসুম- ত্রিবেণী সপ্রাবি, মোঃ তাসিন- খাসরাণী নগর সপ্রাবি, মোছাঃ পাপিয়া খাতুন- মথুরাপুর সপ্রাবি, আয়েশা খাতুন- মথুরাপুর সপ্রাবি, আল্-নুর তাসীন- আগুনিয়াপাড়া সপ্রাবি, তাশফিয়া তাসনিম- দিগনগর সপ্রাবি, জেরিন সাইমা- আগুনিয়াপাড়া সপ্রাবি, নিশাত মোমো- কচুয়া সপ্রাবি, মাহিয়া মেহ্জাবিন- বোয়ালিয়া সপ্রাবি, স্বাধীন ইসলাম- অনির্বান কিন্ডারগার্টেন কাঁচেরকোল, আনশকা বিশ^াস- নাদপাড়া সপ্রাবি, মোঃ বাইজিদ হুসাইন- কাতলাগাড়ী সপ্রাবি, মোঃ সাব্বির রহমান- সারুটিয়া সপ্রাবি, নাবিহা তাহসী (তনু)- ছাইভাঙ্গা সপ্রাবি, সুরাইয়া আক্তার- মালিথিয়া সপ্রাবি, মুহিব আব্দুল্লাহ- প্রফেসরস প্রি-ক্যাডেট স্কুল ধলহরাচন্দ, উম্মে মারিয়া- হিতামপুর সপ্রাবি, রাহুল সরকার -মাধবপুর সপ্রাবি, ওয়াসফিয়া ইরা- মনোহরপুর সপ্রাবি, মারিয়া খাতুন- নাগিরাট সপ্রাবি, কাজী তাবাসসুম- বড়বাড়ী বগুড়া সপ্রাবি, মিথিলা সাহা -কামান্না সপ্রাবি, মোঃ মুশফিকুল ইসলাম- মীনগ্রাম সপ্রাবি, মোঃ মুস্তাকিম লাবিব- হাট ফাজিলপুর সপ্রাবি, মোঃ সাবিত জোয়ার্দ্দার- মীনগ্রাম মডেল স্কুল, মোছাঃ ইলমা খাতুন- ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল, মাহিম হোসেন- ব্রাহিমপুর সপ্রাবি, ফারহানা ইয়াসমিন- গোবিন্দপুর সপ্রাবি, শৌনক বিশ^াস -ফলিয়া সপ্রাবি, সাদাত শাহরিয়ার- নাকোইল পঃ পা সপ্রাবি, আলভি রহমান- শহিদ তালিম উদ্দীন শিশু একাডেমি দুধসর, আহনাফ হাসান মাহি -ফলিয়া সপ্রাবি, ইরিনা শিকদার- ফুলহরি সপ্রাবি ও মোছাঃ আদ্রিজা খাতুন- ফুলহরি সপ্রাবি ।
বৃত্তির ফলাফল ঘোষিত অনুষ্ঠানে ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন ও আলোচকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান আরো বাড়াতে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। শিশু শিক্ষার্থীদের অংকে আরো মনোযোগী হতে হবে । কয়েকটি ইউনিয়নে শিক্ষার মান আরো বাড়ানোর উপর গুরুত্বআরোপ করেছেন আলোচকরা।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে শৈলকুপা উপজেলায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। মেধা বিকাশে এটা শৈলকুপায় বে-সরকারী পর্যায়ে সবচেয়ে বড় উদ্যোগ । এ বৃত্তিতে গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটার ব্যবস্থা রয়েছে ।