ঝিনাইদহের পাট ব্যাবসায়ীদের মাথায় হাত
মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
লাভের আশায় পাট কিনে এখন লোকসন গুনতে হচ্ছে ঝিনাইদহ পাট ব্যাবসায়ীদের।
ব্যাবসাসীরা জানান, কয়েক মাস আগে পাট কিনে গোডাউনে মজুত করেছেন তারা। গোডাউনে বতর্মানে শতশত মণ পাট মজুত রয়েছে। মণপ্রতি পাট কিনেছি আড়াই হাজার থেকে ২ হাজার ৬’শ টাকা করে। আর বতর্মান পাটের বাজারদাম চলছে ১ হাজার ৮’শ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা। এ দরে এখন পাট বিক্রি করলে এখন লাখ টাকা লোকসান হচ্ছে।
ঝিনাইদহ মহেশপুর উপজেলার নেপা বাজারের পাট ব্যবসায়ী হারুন অর রশীদ জানান, পাটের মৌসুমে গচ্ছিত টাকাসহ ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষিদের কাছ থেকে পাট কিনে গোডাউনে মজুত করা হয়। এখন তার টাকা দরকারে লোকসানে পাট বিক্রি করেছেন।
সেজিয়া বাজারের পাট ব্যাবসায়ীরা জানান, নিজেদের টাকা ও ব্যাংক ঋণের টাকা দিয়ে পাট কিনেছেন তারা, এখন লোকসান গুনতে হচ্ছে। আবার ব্যাংকে সুদ বেড়ে চলেছে। প্রতিমন পাটে এখন ৬’শ থেকে ৮’শ টাকা লাখ হচ্ছে। গেল মৌসুমে ৫৯ হাজার ২’শ ৬৮ মেট্রিক টন পাট উৎপাদন করে জেলার কৃষক। #